স্বপ্নভূমি ডেস্ক : অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ হারুন খানকে দল থেকে বহিষ্কার ও তার প্রাথমিক সদস্যপদ বাতিল করেছে বিএনপি। একইসঙ্গে শার্শা উপজেলার উলাসী ইউনিয়নের সদস্য মো. জিল্লুর রহমানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার ও সদস্যপদ বাতিল করা হয়েছে।
রোববার (৩ আগস্ট) জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. জিল্লুর রহমানের বিরুদ্ধে জমি দখলসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব বিষয়ে তদন্ত শেষে আইন প্রয়োগকারী সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
একই দিনে দেওয়া আরও একটি বিবৃতিতে জেলা বিএনপি জানায়, শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নের তোতা মিয়া, জামির হোসেন, জাহান আলী ও হানিফ আলী নিজেদের বিএনপি কর্মী পরিচয় দিলেও তারা আসলে ইউনিয়ন বিএনপির সঙ্গে সম্পৃক্ত নন। তাদের বিরুদ্ধে জমি দখলসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় তাদের প্রতি বিএনপির কোনো দায়িত্ব নেই বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।